২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ এএম
সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা


রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । আজও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আগামীকাল বৃষ্টি কমলেও ১০ থেকে ১১ সেপ্টেম্বর আবারও বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এই তথ্য জানান। 

মনোয়ার হোসেন বলেন, 'সারা সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিছুটা কমবে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।' 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, ডিমলা, নেত্রকোনা, রাঙামাটি, চাঁদপুর, কক্সবাজার, টেশনাফ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার (৮ সেপ্টেম্বর) কৃতুবদিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূত্র: বাসস 

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন