১৮ মে ২০২৪, শনিবার



কক্সবাজার শহরে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

কক্সবাজার সংবাদদাতা || ১৬ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম
কক্সবাজার শহরে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য


কক্সবাজারের সাগর তীরে তৈরি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কলাতলীর হাঙ্গর ভাস্কর্যের স্থলেই হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে ‘অপরাজেয় বঙ্গবন্ধু’।  ভাস্কর্য তৈরি  র উদ্যোক্তা প্রতিষ্ঠান  ‘অপরাজেয় বাংলা’র সদস্য সচিব মিলু এইচ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার পৌরসভা ও অপরাজেয় বাংলা নামের প্রতিষ্ঠাান যৌথভাবে তৈরি করবে এই ভাস্কর্য। এর উচ্চতা হবে ১৮ ফুট, বেইজ হবেও ৮ ফুট উচ্চতার। এতে খরচ হবে প্রায় ৪০ লাখ টাকা। 

মিলু এইচ রহমান জানান, শিল্পী শাহাবুদ্দিনের আঁকা একটি পেইন্টিংয়ের আদলে তৈরি হবে এই ভাস্কর্য। এটি হবে সমুদ্রের দিকে মুখ করা কংক্রিটের স্থায়ী ভাস্কর্য।

১৭ মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিনে এই ভাস্কর্যের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। এ বছরের ১৫ আগস্ট ‘অপরাজেয় বঙ্গবন্ধু ভাস্কর্য’-এর উদ্বোধন করা হবে। 

ঢাকা বিজনেস/আনাম/এনই/



আরো পড়ুন