১৭ জুন ২০২৪, সোমবার



রোজায় কালোবাজারিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
রোজায় কালোবাজারিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: বাসস)


রোজায় অনেকে পণ্যের দাম বাড়াতে চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল দেওয়া, মজুদদারি-কালোবাজারি ও নিত্যপণ্যের সংকট সৃষ্টি যেন কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ৫০ মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঈমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মসজিদে জুমার খুতবার সময় আপনারা  কালোবাজারি, মজুতদারি ও খাদ্যে ভেজাল দেওয়া যে গর্হিত কাজ, এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করবেন।’

শেখ হাসিনা বলেন, ‘নিম্নআয়ের মানুষের জন্য আমরা বিশেষ কার্ড করে দিয়েছি। বেশি দামে চাল কিনে মাত্র ৩০ টাকা কেজি দরে  তাদের দিচ্ছি। রমজান মাসকে সামনে রেখে আরও ১ কোটি মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করবো। সাধারণ মানুষ যেন কষ্ট না পায়; চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার, সেগুলো যেন ন্যায্যমূল্যে কিনতে পারে, সেজন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূলের কার্ড দিয়ে এই সহযোগিতা করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা বিনামূল্যে সবাইকে ঘর-বাড়ি তৈরি করে দিচ্ছি। জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কৃষিতে প্রচুর ভর্তুকি দিচ্ছি, আমরা শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বিদেশে যারা কাজ করতে যায় তারা যাতে জমি বিক্রি না করে, ব্যাংক থেকে সহজ ঋণ নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। কেউ দালালের খপ্পরে পড়ে শেষে ভূমধ্যসাগরে ডুবে মরবে, সেটা আমরা চাই না।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন