২৬ জুন ২০২৪, বুধবার



খানজাহান আলীর মাজারের কুমির মাদ্রাজি মারা গেছে

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২০ অক্টোবর, ২০২৩, ১১:১০ এএম
খানজাহান আলীর মাজারের কুমির মাদ্রাজি মারা গেছে


বাগেরহাটের হযরত খানজাহান (র.) এর মাজারের দিঘিতে থাকা পুরুষ কুমিরটি (স্থানীয় খাদেমরা মাদ্রাজি বলে ডাকে) মারা গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে মাজারের দিঘির দক্ষিণ-পশ্চিম এলাকায় কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও খাদেমসহ দর্শনার্থীরা ছুটে আসেন দিঘির ঘাটে। সন্ধ্যায় দিঘির উত্তর পাড়ে কুমিরটিকে তোলা হয়। 

মাজারের প্রধান খাদেম শের আলী ফকির কুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিরের মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে জানিয়ে খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, কুমিরটি প্রায় ৩ বছর আগে দুইবার অসুস্থ হয়েছিল। তখন দিঘি থেকে উঠিয়ে কুমিরটিকে ১৫ দিন চিকিৎসা দেওয়া হয়। তখন কুমিরটির নিউরোলজিক্যাল ও নার্ভে কিছু সমস্যা ধরা পড়ে। সে-সময় চিৎকিসায় কুমিরটি প্রায় সুস্থ হয়ে গিয়েছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই অসুস্থতার কারণেই কমিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত করা হলে কুমিরটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, খ্রিষ্টীয় ১৪ শতকের প্রথম দিকে নিজের শাসনামলে হযরত খানজাহান (র.) মিঠা পানি সংরক্ষণের জন্য “খাঞ্জেলি” দিঘিতে ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি কুমির ছাড়েন। সেই থেকে কুমির এই মাজারের ঐতিহ্য। এখানকার কুমির দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শণার্থী আসেন বাগেরহাটে। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী হয়রত খানজাহান (র.) এর মাজারের দিঘির শতবর্ষী কুমিরের শেষ বংশধর ‘ধলা পাহাড়’ মারা যায়। এরপর ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে দুটি কুমির এনে ছাড়া হয় মাজারে।  

বাপ্পা/এইচ



আরো পড়ুন