২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার || ১৪ মার্চ, ২০২৩, ১০:৩৩ পিএম
ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মঙ্গলবার (১৪ মার্চ) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪১ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বেক্সিমকো গ্রিন সুকুক ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ  ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ১ কোটি ২০ লাখ, আল-হাজ টেক্সটাইল ২ কোটি ৮৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৪৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ৭২ লাখ, বেঙ্গল উইন্ডসোর ১ কোটি ১২ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ১৬ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৭৫ লাখ, জেনেক্স ইনফোসিস ১ কোটি ২৬ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ১৪ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৪১ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন