১৮ মে ২০২৪, শনিবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

বিএনপির নির্বাচনবিরোধিতা পদ্মা-যমুনা-কর্ণফুলীতে ভেসে গেছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০৩ জানুয়ারী, ২০২৪, ০৮:০১ পিএম
বিএনপির নির্বাচনবিরোধিতা পদ্মা-যমুনা-কর্ণফুলীতে ভেসে গেছে: তথ্যমন্ত্রী


সমগ্র দেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির সুর নরম হয়ে গেছে। বিএনপির নির্বাচনবিরোধিতা সারাদেশে ভোটের প্রচারণায় পদ্মা, যমুনা ও কর্ণফুলী নদীতে ভেসে গেছে। এখন বিএনপির সমর্থকরাও ভোট দেওয়ার জন্য বসে আছেন।’ বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের কুদ্দুছ মার্কেট চত্বরে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

শিলক, সরফভাটা, ও কোদালা ইউনিয়ন আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, ‘আমরা আর নির্বাচনবিরোধী প্রচারণা করছি না, প্রতিহত করার কথাও বলছি না। এখন আমরা নির্বাচন বয়কট করার কথা বলছি।’ এতে বোঝা যায়, এখন তাদের সুর নরম হয়ে গেছে।’’ 

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আগে বলেছিল নির্বাচন প্রতিহত করা হবে। সেই উদ্দেশ্যে তারা মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। ঘুমন্ত মানুষকে, ট্রাকড্রাইভার ও হেল্পারকে মেরেছে। ঘুমন্ত অবস্থায় মা-শিশু সন্তানকে পেট্রোলবোমা নিক্ষেপ করে অঙ্গার করে দিয়েছে। এসব করে তারা দেখতে পেলো, এতে তাদের কোনো লাভ হয়নি। মানুষ ভয় পায়নি। মানুষ নির্বাচনি জোয়ারে শামিল হয়ে গেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন আমাদের দেশে এখন উৎসব, সেই উৎসবে মানুষ এখন মেতে উঠেছে।  এখন তারা বলছে, তারা নির্বাচন প্রতিহত নয়, নির্বাচন বয়কটের কথা বলেছেন। তারা এতদিন পর বুঝতে পেরেছে মানুষ তাদের ডাকে এখন আর সাড়া দেয় না। পরিস্থিতিটা এমন যে বিএনপি আর কয়দিন পরে বলবে নির্বাচনে আমাদের সমর্থকরা অংশগ্রহণ করলেও অসুবিধা নেই। তারা যাই করুক না কেন, মাঠ পর্যায়ে কিন্তু বিএনপির সমর্থকরা নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করছে।’

সম্প্রচারমন্ত্রী  ‘বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা তাদের নেতারাই দিচ্ছেন, কিন্তু তাদের প্রান্তিক পর্যায়ের কর্মী এবং সমর্থকরা এটাকে সমর্থন করে না। এই জনসভাতেও অনেক বিএনপি সমর্থকরা হাজির হয়েছে, যারা নৌকা প্রতীকে ভোট দেবেন। স্থানীয় বিএনপি নেতারাও এই জনসভায় বক্তব্য দিয়েছেন, কারণ তারা বাস্তবতা বুঝতে পেরেছেন। রাঙ্গুনিয়ায় এবারের নির্বাচনে যেই উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তা অভাবনীয়। প্রতিটি  জনসভা-মিছিলে লোক সমাগম গতবারের চেয়ে বেশি।’ 

ঢাকা বিজনেস/




আরো পড়ুন