২৯ জুন ২০২৪, শনিবার



কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || ১৫ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম
কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১


কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সাড়ে ৭টায়  কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘রাতের আঁধারে পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় পাহাড় ধস হয়। পরে সকালের দিকে মাটি সরিয়ে নেওয়ার সময় আবারও পাহাড় ধসে আজম মাটি চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়। 

ঢাকা বিজনেস/আনাম/এনই



আরো পড়ুন