২৯ জুন ২০২৪, শনিবার



টাঙ্গাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

টাঙ্গাইল সংবাদদাতা || ০৯ মার্চ, ২০২৩, ০৭:৩৩ পিএম
টাঙ্গাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু


টাঙ্গাইলে রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘রমজান মাস উপলক্ষে গত ২ বছর যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সুলভমূল্যে তেল, চিনি, ছোলা, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করা হয়। এ বছর টাঙ্গাইলে এক লাখ ৬৮ হাজার ৭১১ জন গ্রাহকের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে।’

নোমান/এম



আরো পড়ুন