ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চুরির অভিযোগ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) বিকালে নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা বাজার ও চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, আঁখিতারা বাজারে অটোরিকশা চুরির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আঁখিতারা বাজার ও বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে আরও ৫জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোঃ রুবেল মিয়া (২৩), মো. পায়েল মিয়া (২২), মো. জসিম উদ্দিন (১৮), মো. মিলন মিয়া (২৫), মো. সোহেল মিয়া (৩০) ও জোস্না বেগম (৩০)।
ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইলের বিভিন্ন এলাকায় তাদের যোগসাজশে অটোরিকশা, ব্যাটারি, সিএনজিচালিত অটো চুরি করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। আটক ছয় জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা বিজনেস/আজহার/এনই