২৬ জুন ২০২৪, বুধবার



মুক্তি পাচ্ছে ‘জেকে ১৯৭১’

বিনোদন ডেস্ক || ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৩২ পিএম
মুক্তি পাচ্ছে ‘জেকে ১৯৭১’


বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পরিচালক ফাখরুল আরেফিন খানের সিনেমা ‘জেকে ১৯৭১’। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৩ মার্চ। সিনেমাটির মুক্তি উপলক্ষে গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে ছবির ট্রেলার প্রকাশ করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে। তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।

সিনেমাটি ইতোমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন