২৬ জুন ২০২৪, বুধবার



জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || ২২ মার্চ, ২০২৩, ১১:০৩ এএম
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: জেলেনস্কি


জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কিয়েভ সফরকালে তার সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘মি. কিশিদার সঙ্গে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।’

মঙ্গলবার (২১ মার্চ) তার সান্ধ্যকালীন ভাষণে এসব কথা বলেন।  এএফপি ও টাইম ডটকমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরও সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সঙ্গে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন