১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

আনোয়ার হোসেন বুলু , হিলি (দিনাজপুর) || ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৩২ এএম
হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে। আর আজ (১৭ ফেব্রুয়ারি) বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। আমদানি আরও বাড়লে দাম আরও কমতে পারে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. সোবহান মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। আজ শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে। কম দামে পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে। পেঁয়াজের মতো অন্যান্য পণ্যের দাম কমলে স্বল্প আয়ের মানুষের জন্য উপকার হতো।’ 

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দেশে পেঁয়াজের দাম কমে। ভারতীয় পেঁয়াজের দাম উঠানামা করে আমদানির ওপর। এখন আমদানি বেড়েছে, তাই পেঁয়াজের দাম কমেছে। আমরা বন্দর থেকে পেঁয়াজ প্রকারভেদে ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে কিনে ১৯ টাকা বিক্রি করছি।’ 

হিলি বাজারের খচুরা পেঁয়াজ বিক্রেতা তাহের আলী বলেন, ‘গেলো সপ্তাহে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা। ভারত থেকে আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকা।’  

পানামা হিলি পোর্ট লিং লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) হিলি বন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে প্রায় ২২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন