২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার



মিরাজের পর লিটনের বিদায়

ক্রীড়া ডেস্ক || ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
মিরাজের পর লিটনের বিদায়


ওয়ান ডাউনে মাঠে নেমে  লিটন দারুণ কয়েকটি বাঊন্দারি মেরে ম্যাচে ফেরার ইঙ্গিন্ত দিচ্ছিলেন। তবে তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।  শাহিন আফ্রিদির বলে ১৬ রানে আউট হয়েছেন এই টাইগার হার্ড হিটার। ফলে ইনিংসের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপদে সাকিব বাহিনী। 

ওপেনিংয়ে আফগানিস্তানের বিপক্ষে শতকের পর এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। বুধবার (৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছ বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৩৬ রান। নাঈম ১৬ ও সাকিব ৪ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ 

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।




আরো পড়ুন