২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

১০০০ টাকার নতুন নোট আসছে কাল

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩২ পিএম
১০০০ টাকার নতুন নোট আসছে কাল


বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত নতুন ১০০০ টাকার ব্যাংক নোট আসছে  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বৃহস্পতিবার ইস্যুর পর পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১০০০ টাকার নতুন নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা-বৈশিষ্ট্য আগের মতোই থাকবে। কোনো পরিবর্তন আনা হবে না। নতুন নোটের পাশাপাশি প্রচলিত  ১০০০ টাকার অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।’ সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন