ইকুয়েডরের রাজধানী কুইটোয় রাতভর গ্রেনেড ও দুটি গা বোমা বিস্ফোরণ ঘটে। এর কয়েক ঘণ্টা পর ছয় কারাগারের বন্দিরা ৫৭ জন কারারক্ষী ও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানেো হয়েছে।
এতে বলা হয়েছে, অপরাধী চক্রের শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে একের পর এক হামলা চালানো হয়। তবে এসব হামলায় কারও মৃত্যু হয়নি বলে দাবি করা হচ্ছে। কারাগারে অভ্যুত্থানকে আগের দিন অস্ত্র বাজেয়াপ্ত করার জন্য পুলিশ অভিযান চালানোর প্রতিশোধ বলে মনে করা হচ্ছে।
দেশের এসএনএআই কারাগার কর্তৃপক্ষকে লক্ষ্য করে এসব সহিংসতার একটি কারাগারটির সদর দফতরের বাইরে এবং অন্যটি পূর্বে এসএনএআই-এর কার্যালয় ভবনে বিস্ফোরিত হয়।
কয়েক ঘণ্টা পর, এসএনএআই বলেছে, সারাদেশে ছয়টি বন্দীশালায় বন্দিরা ৫০ জন কারারক্ষী এবং সাতজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করা হয়েছে।
রাজধানী কুইটোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান জাপাতা বলেন, ‘আমরা কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’
ঢাকা বিজনেস/এম/