অঞ্জলি
শোন অঞ্জলি—তুই যদি হারিয়ে যাস।
তোকে খুঁজবো ঘরে ঘরে নীড়ে নীড়ে
লক্ষ মানুষে হৃদয়ে ভিড়ে।
সকল প্রেমিক প্রেমিকার হৃদয় ছিঁড়ে
তোকে খুঁজবো আকাশ পাতাল নদীর তীরে।
এই জনমে তোর আমার মিলন হবে
তোর উদার ভালোবাসা মহত্ব হৃদয়ে রবে।
কোমল তুলতুলে তোর সরল সহজ মন
তুই নিষ্পাপ তোর ভালোবাসায় সারাক্ষণ।
মনের কী অবস্থা? গহীনে কী অভিপ্রায়
হৃদয়টা তোর ফুলের মতো তোকেই মনে চায়।
এড়িয়ে যাস না আঁধারে সীমাবদ্ধতায়।
অবিচল তোর জন্য, আঁধারে জোছনা হয়ে আয়
ফুল বাগানে ফুল ফোটাবো দুজন দুজনায়।
কোন অবক্ষয়ের ভয়ে তুই গেছিস বেঁকে
দুজনার অপারগ আবরণে প্রেম গেছে ঢেকে।
ভালোবাসা স্রষ্টার দান কখনো যায় না বেঁকে
ভালোবাসা স্রষ্টার পবিত্র সত্তা থেকে।
সময় বয়ে যায় স্রোতে গোধূলির লগ্নে
তোর জন্য মনপ্রাণ কেঁদে হৃদয় ভগ্নে।
কেন? বুঝিস না ভালোবাসি তোকে।
তুই যে হৃদয়ে ব্যাকুলতা হৃদয় তোর শোকে।
জন্মমৃত্যু সুখে দুঃখে আলো আঁধারে যাপন
সুখ ক্ষণিকের—জীবনে দুঃখোগুলোই আপন।
মন বাঁচতে শিখে বুকে স্বপ্ন নিয়ে ভালোবাসা
স্বপ্নদেখে স্বপ্নবুনে মনে সুন্দর আগামী প্রত্যাশা।
কোন অসহিষ্ণুতা কোন অশুদ্ধতা করে তাড়া
ভুল সংশয় সংকট তোকে করে প্রেম ছাড়া।
বেচে আছি তোর বিশুদ্ধ ভালোবাসায়।
অশুদ্ধতা বিশুদ্ধতায় প্রেম কাঁদায় হাসায়
বেঁচে আছি, বেঁচে আছি তোর ভালোবাসায়।
তুমি আর আমি
তুমি হাসলে—আমি হাসি
হাসে তোমার আমার মন।
তুমি কাঁদলে আমি কাঁদি
অশ্রুপাতে ভিজে দু নয়ন।
তোমার বথায় আমার ব্যথা
এক ব্যথায় ব্যথিত দুজন।
তোমার কষ্টেই আমার কষ্ট
কষ্টে ছটফট করে দুটিমন।
তোমার দুঃখে আমি দুঃখিত
আমার দুঃখে কাঁদে তোমার মন।
তোমার শোকে আমি শোকাহত
আমার শোকে তুমি প্রিয় স্বজন।
তোমার সুখে আমি সুখী হই
আমার সুখের তুমি প্রিয়মুখ।
তোমার জন্য আনন্দ উৎফুল্ল
আমার সাফল্যে তোমার সুখ।
আমি তোমার চোখের কাজল
তুমি আমার হৃদয়ে ধ্রুবতারা।
তুমি আমার আমি তোমার প্রেমে
কেউ বাচেনা কাউকে ছাড়া।
তুমি আমার মনের পরাণ পাখি
আমি তোমার পাখির পালক।
তোমার আমার ভালোবাসা
অবুঝ দূষ্ট বালিকা আর বালক।
প্রগাঢ় ভালোবাসা
প্রগাঢ ভালোবাসা আমায় করে তাড়া
তুমি কি বোঝনা কে আছে, তুমি ছাড়া।
উম্মাদ হয়ে ছুটছি প্রেমের কোন পথে
অজানা অদেখা তবুও দুজন এক মতে!
ভালোবাসার জন্য উদগ্রীব উৎকণ্ঠা
নিঃসঙ্গ নিস্প্রভে ভালোবাসায় মনটা।
ভালোবাসায় বেচে থাকবো চিরদিনী
তোমার প্রেমের উৎসর্গ উৎকর্ষে ঋণী।
তুমি স্বর্গের সুন্দর তুমি উদ্দীপনের ফুল
তুমি ছায়া তুমি মায়া অন্তরের বুলবুল।
তোমার ভালোবাসা প্রেমে উম্মাদ আমি
আমায় ভালোবেসে তুমি করেছ দামি।
তোমার বুকে জড়িয়ে নত আমার শির
তোমার প্রগাঢ় ভালোবাসায় আমি অস্থির।
প্রেম মানেই পবিত্রা আত্মার সংশোধন
প্রেমেই আত্মার স্লান মনের আলিঙ্গন।
হাজার ঝগড়া বিবাদে যে সম্পর্ক থাকে টিকে
প্রগাঢ় ভালোবাসা অনশ্বর আত্মার বন্ধনে দিকে।