২৬ জুন ২০২৪, বুধবার



বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. আব্দুল মান্নান

স্টাফ রিপোর্টার || ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:৩২ এএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. আব্দুল মান্নান


বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন (ডিভিশন-২)-এর পরিচালক মো. আব্দুল মান্নান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি এ পদে নিয়োগ পান। রবিবার(১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে তার পদোন্নতির বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।  তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি এএফডি-এর অর্থায়নে তৈরি পোশাক শিল্প প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা আয়োজিত সভা, সেমিনার, প্রশিক্ষণে অংশ নেন। 

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন