২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



১১ জুন শুধু শেখ হাসিনার নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ১১ জুন, ২০২৩, ১০:৩৬ এএম
১১ জুন শুধু শেখ হাসিনার নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস : তথ্যমন্ত্রী


গণতন্ত্রকে বন্দি করার জন্য, গণতন্ত্রের পায়ে শেকল পরানোর জন্যই শেখ হাসিনাকে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘১১ জুন ঐতিহাসিক দিন।  ২০০৮ সালের এই দিনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেছেন। সুতরাং আজকের এই দিনটি শুধু শেখ হাসিনার মুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস।’

রোববার (১১ জুন) দুপুরে সচিবালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু : জুলিও কুরি ও এশীয় শান্তি সম্মেলন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘সেনা সমর্থিত সরকার দুর্নীতি দু:শাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা দখল করলেও নিজেরাই দুর্নীতি, অপশাসনে লিপ্ত হয়েছিল। জননেত্রী শেখ হাসিনাই সাহস করে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। সেই কারণে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের দলের নেতাকর্মীরা সেই সময়কার সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, সোচ্চার হয়েছিল। এজন্য শেখ হাসিনাকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি দিতে বাধ্য হয়েছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকের দিন গণতন্ত্রের মুক্তির দিন। শেখ হাসিনাকে অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। যারা জননেত্রীর মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রতিও অভিনন্দন। আজকের এই দিনে যদি তিনি মুক্তি লাভ না করতেন, তাহলে আমাদের দেশের পরিস্থিতি পাকিস্তান কিংবা তার চেয়েও খারাপ হতো। আজকের এই গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকুক।’ 

মোড়ক উন্মোচিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু : জুলিও কুরি ও এশীয় শান্তি সম্মেলন’ গ্রন্থটি প্রকাশের জন্য  তথ্য ও সম্প্রচারমন্ত্রী পিআইবি’কে ধন্যবাদ জানান। এই বইটি দেশের প্রেক্ষাপটে জাতির পিতার ভূমিকা জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, সহযোগী সম্পাদক এ কে এম শামসুদ্দিন, গ্রন্থকার ও গবেষক পপি দেবী থাপা প্রমুখ।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন