২৯ জুন ২০২৪, শনিবার



খুলনায় ১৭১ শ্রমিক পেলেন আর্থিক সহায়তা

খুলনা সংবাদদাতা || ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ এএম
খুলনায় ১৭১ শ্রমিক পেলেন আর্থিক সহায়তা


খুলনা বিভাগের মোট ১৭১ শ্রমিককে ৮৮ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানের উচ্চশিক্ষার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমবান্ধব সরকার। কোনো শ্রমিক অসহায় থাকবে না। তারই ধারবাহিকতায় শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। বর্তমানে এই তহবিলে ৭০০ কোটি টাকা গচ্ছিত রয়েছে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার অসহায় শ্রমিকের মাঝে ৯২ কোটি টাকার বেশি অনুদান প্রদান করা হয়েছে।

সভায় জানানো হয়, শ্রমজীবী মানুষের কল্যাণে এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ কোটি টাকা এবং জেলায় প্রায় ৮ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে খুলনা সদরে ৬০ জন, সোনাডাঙ্গা থানার ৫০ জন, রূপসা উপজেলার ২৯ জন, বটিয়াঘাটায় সাতজন, পাইকগাছায় দুইজন, তেরখাদা উপজেলার একজন এবং খুলনার অন্যান্য জেলায় ২১ জনসহ মোট ১৭১ জন শ্রমিকের মাঝে সহায়তার চেক প্রদান করা হয়।

তুরান/এম



আরো পড়ুন