০২ জুন ২০২৪, রবিবার



পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি সফরে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || ১৯ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি সফরে জেলেনস্কি


পূর্ব ঘোষণা ছাড়াই প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৯ মে) রাজধানী জেদ্দার আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

কাতারের গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো সৌদি আরবে সফর করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ক্রিমিয়ার সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করা এবং দখলকৃত সব ভূখণ্ড ফেরত পাওয়ার বিষয়ে আরব বিশ্বের সঙ্গে আলোচনা করবো। 

জেলেনস্কি আরও বলেন, আরেকটি অগ্রাধিকার হলো ইউক্রেনের মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা। ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর নেতা মুস্তাফা ডিজেমিলেভ আমাদের সঙ্গে রয়েছেন। রুশ দখলের প্রথম ভুক্তভোগী ক্রিমিয়া। দখলকৃত ক্রিমিয়ায় যারা নিপীড়নের শিকার হচ্ছেন তাদের বেশিরভাগ মুসলিম।

ধারণা করা হচ্ছে, সৌদি আরব থেকে জেলেনস্কি জাপান যাবেন। সেখানে তিনি জি-৭ সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। তবে তার জাপান সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। জানা যায়নি কবে বা কখন তিনি হিরোশিমা পৌঁছাবেন।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন