২৬ জুন ২০২৪, বুধবার



আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন লিটন

ক্রীড়া ডেস্ক || ৩১ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন লিটন


ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর লিটন-রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে ফিফটির কাছে গিয়ে ফিরলেন লিটন। ইফতিখার আহমেদের বলে  ৪৫ রানে সাজঘরে ফিরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২১ ওভার শেষে ৪ উইকেটে ১০২ রান। ক্রিজে মাহমুদউল্লাহ ৫০ বলে ৪৮ ও সাকিব ৬ বলে ০ রানে ব্যাট করছেন।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানে বিপক্ষে জয় পেতে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর পর ক্রিজে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।

টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও লিটন দাস। ম্যাচের প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে শূন্য রানে ফিরে গেছেন তানজিদ তামিম। এর পর ক্রিজে এসে ব্যর্থ  হয়েছেন  নাজমুল শান্ত । তিনি ফেরেনে মাত্র ৪ রানে।

এদিন এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শেখ মেহেদির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন