২৬ জুন ২০২৪, বুধবার



২ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর চালু

হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট || ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
২ দিন বন্ধের পর হিলি  স্থলবন্দর চালু


বিজয় দিবস ও সাপ্তাাহিক ছুটির দুইদিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় থেকে ভারতীয় পণ্যবাহি ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত এই তথ্য নিশ্চিত করেন। 

জামিল হোসেন বলেন, ‘শুক্রবার (১৫ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি ও শনিবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সরকারি ছুটি থাকায় হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। 

তিনি আরও বলেন, ‘দুইদিন সরকারি ছুটি শেষে আজ রোববার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। এদিকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ফিরে এসেছে কর্মচাঞ্চলতা। 

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন