অসুখ হাসিবুর রহমান জয় ||
১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ এএম
অসুখ বাসা বেঁধেছে সমস্ত শরীরে নিজেকে একলা ঠিক রাখা বড় দায়। ছুটতে থাকা এমন দেহখানায় হঠাৎ ত্রুটি দেখা দিলে প্রিয়জন চেনা যায়, তার বেশি জানি মানুষ মূলত সঙ্গী খোঁজে প্রয়োজনে।
অসুখ তুমি আমাকে করে দিলে আজ পরাজিত নিজের দিকে তাকিয়ে বুঝে গেছি কত অসহায়!