অসুখ


অসুখ হাসিবুর রহমান জয় , : 11-02-2025

অসুখ

অসুখ বাসা বেঁধেছে সমস্ত শরীরে
নিজেকে একলা ঠিক রাখা বড় দায়।
ছুটতে থাকা এমন দেহখানায় হঠাৎ ত্রুটি দেখা দিলে
প্রিয়জন চেনা যায়, তার বেশি জানি
মানুষ মূলত সঙ্গী খোঁজে প্রয়োজনে।

অসুখ তুমি আমাকে করে দিলে আজ পরাজিত
নিজের দিকে তাকিয়ে বুঝে গেছি কত অসহায়! 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com