০৭ এপ্রিল ২০২৫, সোমবার



ছুটির দিনে ভিসতা-অক্স প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়

ঢাকা বিজনেস ডেস্ক || ০৪ জানুয়ারী, ২০২৫, ০১:০১ এএম
ছুটির দিনে ভিসতা-অক্স প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়


শুক্রবার (৩ জানুয়ারি) ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তৃতীয় দিন। মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিন। এদিন ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে বাণিজ্য মেলায় । ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঢাকার অদূরে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মেলাপ্রাঙ্গণ। ভিসতা-অক্স-এর প্যাভিলিয়নসহ বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে ছিল উপচেপড়া ভিড়। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। বিকাল ৫টায় বাণিজ্যমেলা লোকে লোকারণ্য হয়ে পড়ে। দর্শনার্থীর সমাগমে বিক্রেতা, মেলার আয়োজক ও প্রবেশ টিকিটের ইজারাদার খুশি। এদি

মেলায় ভিসতার বিভিন্ন পণ্য ও অক্সের এসির ওপর চলছে  আকর্ষণীয় ছাড়। এই প্রসঙ্গে ভিসতা-অক্সের হেড অব বিজনেস এএমএ জহির ঢাকা বিজনেসকে বলেন, ক্রেতাদের জন্য আমরা দুই ধরনের সুবিধা দিচ্ছি। 

হেড অব বিজনেস আরও বলেন, ভিসতা পণ্য কিনলেই মিলছে গিফট। এর মধ্যে রয়েছে ভিসতার ৮৬ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি কিনলে গিফট হিসেবে দেওয়া হচ্ছে এসি ও রেফ্রিজারেটর। ৬৫ ইঞ্চি টিভি কিনলে গিফট মিলবে রেফ্রিজারেটর। আর ইঞ্চি ৫৫ টিভির সঙ্গে মিলবে ব্লেন্ডার ও রাইস কুকার। 

এএমএ জহির জানান, বিশ্ববিখ্যাত চায়না ব্র্যান্ড অক্স-এর এসি কিনলেই নগদ পরিশোধে মিলছে সর্বোচ্চ ২০%  পর্যন্ত মূল্য ছাড়। এছাড়া রয়েছে ৩ মাসের কিস্তি সুবিধা।

মেলার প্রধান প্রবেশদ্বার ‘৩৬ জুলাইয়ের’ স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে দেশি-বিদেশি ৩৬১টি স্টল। প্রধান প্রবেশদ্বারের পূর্ব পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি সম্মান রেখে তৈরি করা হয়েছে ‘জুলাই চত্বর’ ও মূল ভবনের উত্তর পাশে ‘৩৬ চত্বর’। ভেতরে রয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন (তারুণ্যের বাংলাদেশ)। দর্শনার্থীদের বসার জন্য রয়েছে তিনটি সিটিং জোন। ব্যাংকিং লেনদেনের জন্য রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক বুথ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রথম সাপ্তাহিক ছুটির দিনে মেলায় আসার প্রস্তুতি ছিল অনেকেরই। তাই অধিকাংশ দর্শনার্থীই অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন। ফলে মেলার প্রবেশদ্বারে ঠেলাঠেলি কিংবা চাপের মুখে পড়তে হয়নি। ছুটির দিন থাকায় সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেন। জুমার নামাজের পর দল বেঁধে তারা মেলায় প্রবেশ করেন। 

বিকালে মেলার স্টল ও প্যাভিলিয়নে উপচে পড়া ভিড় জমে। ক্রেতা ও দর্শনার্থীরা স্টলগুলোতে তাদের পছন্দের পণ্য ঘুরে দেখেন ও কেনাকাটা করেন। বেশি ভিড় ছিল কাপড়, অলংকার, শো-পিস, তৈজসপত্র, কুটির শিল্প ও ইলেতট্রনিক্স পণ্যের স্টলে। বিক্রিও হয়েছে প্রচুর।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকায় এবার মেলার পরিবেশ অনুকূলে রয়েছে। শুরুতেই সাপ্তাহিক ছুটি পড়ায় শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের সমাগম বেড়েছে। কাক্সিক্ষত দর্শনার্থীদের আগমনে সবাই খুশি। অবশ্যই বাণিজ্যমেলা ব্যবসা সফল হবে।



আরো পড়ুন