১৬ জুন ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল

চৈতী দেব নাথ বৃষ্টি || ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ এএম
২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল


টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক আয়োজিত টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের মিলনায়তনে দেশের ২৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কার্নিভাল হয়।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা বিজনেস ডটকমসহ বিভিন্ন মিডিয়া। 

টানা তৃতীয়বারের মতো আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবরার আলম খান। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন জি-স্টারের কান্ট্রি ম্যানেজার শফিউর রহমান, হুরেইন হাইটেক ফেব্রিক্স লিমিটেডের প্রধান মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ট্রু ফেব্রিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, ইউনিফিল কম্পোজিট ডায়িং মিলস লিমিটেডের প্রধান ডিজাইনার শওকত আলী সোহেলসহ দেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রিতে কর্মরত ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী খোকন বলেন, ‌‘বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে ১.৭ ট্রিলিয়ন ডলার পোশাক রপ্তানি করা। গত বছর রপ্তানি হয়েছে ৪৪ বিলিয়ন ডলার। সফল চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছি আমরা। কাজ শিখুন, কাজকে ভালবাসুন।’

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একজন মানুষের উপস্থিতি আপনাকে অনুপ্রাণিত করতে না পারলে শব্দের দ্বারা অনুপ্রাণিত করা কষ্টকর। আমরা চাই নিরাপদ মানুষ। সৃষ্টিকর্তার কাছে চাওয়ার পাশাপাশি নিজেরও প্রবল মনোযোগ, আবেগ ও ইচ্ছা থাকতে হবে পাওয়ার।’

অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও শিল্পজ্ঞান বাড়ানোর পাশাপাশি ছিল সিভি বুথ, ফটোবুথ, কালচারাল এক্টিভিটি, সার্টিফিকেশন, লটারি, ফ্যাশন-শোসহ চমৎকার সব আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা রিফাতুর রহমান মিয়াজী ও ইভেন্ট কনভেনরের দায়িত্বে ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. মোরশেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চৈতী দেব নাথ বৃষ্টি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন