২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

টাঙ্গাইলে বিজয় দিবস উপলক্ষে ভিসতার উদ্যোগে ‘কৃষক ও বিনোদন’ শুক্রবার

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম
টাঙ্গাইলে বিজয় দিবস উপলক্ষে ভিসতার উদ্যোগে ‘কৃষক ও বিনোদন’ শুক্রবার


মহান বিজয় দিবস  উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতার উদ্যোগে টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে কৃষক-শ্রমিক, পেশাজীবী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধূলা বিষয়ক অনুষ্ঠান ‘কৃষক ও বিনোদন’। শুক্রবার (২০ ডিসেম্বর) টাঙ্গাইলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এতে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খাঁন (চাঁনখা)। 

অনুষ্ঠান উদ্বোধন করবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহম্মেদ ও ঢাকা বিজনেস সম্পাদক ও ভিসতার পরিচালক উদয় হাকিম। এতে আরও উপস্থিত থাকবেন টাঙ্গাইল শাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু রঘুনাথ বসাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  



আরো পড়ুন