২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

ঢাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি || ০৫ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
ঢাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন।

সোমবার (৫ জুন) দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

ভর্তি অফিসের তথ্যমতে, এই ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন পরীক্ষার্থী। এতে মোট ১ হাজার ৮৫১টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

এর আগে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১২ মে গতবারের ন্যায় এবারও ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন