ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নবগঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গুলশান-১-এর ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ। সভায় ব্যাংকের ঝুঁকি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করা হয়। একইসঙ্গে ঝুঁকির পরিমাণ কমিয়ে আনার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণে ব্যাংক কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।