২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল সংবাদদাতা || ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম
টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু


টাঙ্গাইলে উৎসবের আমেজে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম টুর্নামেন্টির উদ্বোধন করেন। 

বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান কামনাশীষ শেখর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অরণ্য ইমতিয়াজ।

উল্লেখ্য, ফুটবল চ্যাম্পিয়নশীপে ১৪টি দল অংশগ্রহণ করেছে। আগামী শনিবার এ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন