১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতলো বাংলাদেশ

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ এএম
ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতলো বাংলাদেশ


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবারো শিরোপা জিতল বাংলাদেশ। শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখলো জুনিয়ার টাইগাররা। এর আগের এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ জিতলেও এবার ফাইনালে ভারতকে হারানোয় যুবারা দারুণ খুশি। ২০২০ সালে এই ভারতকে হারিয়ে দক্ষিন আফ্রিকায় অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।  

রবিবার (৮ ডিসেম্বর, ২০২৪) সকালে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্টেডিয়ামে অ-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শুরু হয়। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। ৪৯.১ ওভারে ১৯৮ রানে অল আউট হয় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করতে পারেন নি কোনো ব্যাটার। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রিজান হোসেন (৬৫ বল)। এছাড়া সিহাব জেমস ৪০ (৬৭), ফরিদ হাসান ৩৯ (৪৯) এবং ওপেনার আবরার ২০ (৩৫) রান করেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন যুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা এবং হার্ডিক রাজ। 

১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের কোনো ব্যাটসম্যানই বড় সংগ্রহ করতে পারেন নি। নিয়মিত বিরতিতে উইকেট খুঁইয়েছে ভারতের ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলারদের আটঁসাঁট বোলিংয়ে দাঁড়াতে পারেন নি কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে থেমে যায় ভারতের ইনিংস। 

বাংলাদেশের পক্ষে ৩ টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিম। দুই উইকেট নেন আল ফাহাদ। একটি করে উইকেট নেন মারুফ মৃধা এবং রিজান হোসেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের কারণে অপরাজিত চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না। তারপরও বয়স ভিত্তিক ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জেতায় খেলোয়াড় এবং সমর্থকরা বেজায় খুশি।    

 



আরো পড়ুন