কাঙ্ক্ষি জয় দিয়ে বিশ্বকাপ মিশণ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় তারা প্রতিপক্ষ স্কটল্যান্ড নারী দলকে হারায় ১৬ রানে।
এর আগে স্কটল্যান্ডের সামনে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে তারা তুলতে পেরেছিল ৭ উইকেটে ১১৯ রান। স্কটল্যান্ড থেমে যায় ১০৩ রানে, হারায় ৭ উইকেট। ১৫ রানে ২ উইকেট দিয়ে রিতু মনি হন ম্যাচ সেরা।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কটল্যান্ডও এগোতে থাকে বাংলাদেশের মতোই। ১২ রানে পড়ে প্রথম উইকেট। সাস্কিয়া হর্লি শিকার হন ফাহিমা খাতুনের। ১২ বলে নিতে পেরেছিলেন তিনি ৮ রান। ৩১ রানের মাথায় দ্বিতীয় উইকেট নিয়ে খানিকটা এগিয়ে যায় বাংলাদেশ। ১১ বলে সমান সংখ্যক রান নেয়া ক্যাথরিন ব্রেসকে ফেরান মারুফা আক্তার। ৬ ওভারে স্কটল্যান্ডের রান দাঁড়ায় ২ উইকেটে ৩১।
৪৯ রানে তৃতীয় উইকেট হারায় স্কটল্যান্ড। ১২ বলে ১১ রান করে ফিরে যান আইলসা লিস্টার। উইকেটটি নেন রিতু মনি। এখানেই মূলত পিছিয়ে পড়ে স্কটল্যান্ড। ১০ ওভারে স্কটিশ নারীদের রান দাঁড়ায় ৩ উইকেটে ৪৯। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৫।
১১তম ওভারে ১০ রান দেন স্বর্না আক্তার। এরপর নিয়মিত রান পেতে থাকে স্কটিশরা। খেলা সমান সমানে চলে। উইন প্রেডিকটর তখন স্কটল্যান্ডের পক্ষে, সম্ভাবনা তাদের ৮০, বাংলাদেশের ২০ শতাংশ। ১২ ওভারে ৬৫ করে ফেলে তারা। দরকার তখন ৪৮ বলে ৫৫ রান।
১৩ তম ওভারের প্রথম বলেই রান আউটের খাঁড়ায় পড়ে ৬ বলে ৫ রান করা প্রিয়ানাজ চ্যাটার্জি। শেষ ৬ ওভারে স্কটিশদের দরকার ছিল ৩৬ বলে ৫০ রান। ততক্ষণে অবশ্য পুরো উল্টো ঘুরে গেছে উইন প্রেডিকটর। বাংলাদেশের পক্ষে ৬১, স্কটল্যান্ডের ৩৯।
১৫তম ওভারের দ্বিতীয় বলে ৫ম উইকেট হারায় স্কটল্যান্ড। ৮ বলে ২ রানে ফেরেন ডার্সি কার্টার। শেষ ৩০ বলে স্কট মেয়েদের দরকার ছিল ৪৮ রান। ওই সময়টাতে দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। বোলাররা চাপে রাখে প্রতিপক্ষকে। শেষ ১৮ বলে দরকার ছিল ৩৮ রান। ১৮ তম ওভারের ৫ম বলে প্রতিপক্ষের ৬ষ্ঠ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ১৩ বলে তখন দরকার ৩২ রান। ১৯তম ওভারের ৫ম বলে সপ্তম উইকেট হারিয়ে পরাজয় প্রায় নিশ্চিত করে স্কটিশ মেয়েরা। তখন ৭ বলে তাদের দরকার ২৭ রান। শেষ ওভারে দরকার ছিল ২৬ রান। উইকেট ছিল মাত্র ৩ টি। শেষ পর্যন্ত ১০৩ রানে থেমে যায় স্কটল্যান্ড। সারা ব্রেস নেন সর্বোচ্চ ৪৯ রান (৫২ বল)।
বাংলাদেশের পক্ষে দুটি উইকেট পান রিতু মনি। ১ উইকেট নিয়ে নিজের শততম উইকেট পূর্ণ করেন নাহিদা আক্তার। এছাড়া মারুফা, ফাহিমা, রাবেয়া নেন একটি করে উইকেট। ওদিকে স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাস্কিয়া হর্লি।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট ধরে রেখে খেলেছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টির মূল ফোকাস রান। দ্রুত রান আসেনি। ১০ ওভারের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ।
ভালোই খেলছিলেন দুই উদ্বোধনী ব্যাটার সাথী এবং মুর্শিদা। ৪.৩ ওভারে দলীয় ২৬ রানে আউট হয়ে যান মুর্শিদা। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৪ বলে ১২ রান। ক্রিজে আসেন সোবহানা মুস্তারি। এরপর কমে যায় রানের গতি। ৫৫ বলে আসে অর্ধশত। ১০ ওভারে রান আসে ৫৫। ১১ ওভারে আসে ৬০ রান। হাতে ৯ উইকেট থাকলেও রানের গতি বাড়াতে পারেনি টাইগ্রেসরা। দলীয় ৬৮ রানে আউট হয়ে যান সাথী। তিনি ৩২ বলে করেন ২৯ রান। এরপর দলের রান ২ যোগ হতেই তাজ নেহার এক বল খেলে শূণ্যতে হয়ে যান রান আউট। ক্রিজে আসে অধিনায়ক নিগার। ১৫ ওভার শেষে রান হয় ৩ উইকেটে ৮৬। ১৬তম ওভারের প্রথম বলেই বিদায় নেন সোবহানা মুশতারি, ৩৮ বলে তাঁর সংগ্রহ ৩৬। স্বর্না আক্তারকে নিয়ে এগোতে থাকেন নিগার। ঠুকঠাক করে ১, ২, ০ এভাবেই চলতে থাকে রানের গতি। ১৬ ওভারে রান আসে ৯১/৪।
৬ উইকেট হাতে নিয়ে শেষের চার ওভার মোকাবেলা করে বাংলাদেশের মেয়েরা। প্রত্যাশা ছিল দ্রুত রান আসবে। আসেনি তখনো। বোলিং-ফিল্ডিং সব দিক দিয়েই স্কটল্যান্ড ছিল দুর্দান্ত। ১৭তম ওভারে আসে ৬ রান। ওদিকে ১৮ তম ওভারের প্রথম বলেই আউট স্বর্না, ৭ বলে তার সংগ্রহ ৫! এরপর রিতু মনির পালা। দ্বিতীয় বলেই তিনি বাউন্ডারি মারেন। পূর্ন হয় দলীয় শতরান। ওভারের শেষ বলে আউট তিনিও। ১০৩ রানে পড়ে ৬ষ্ঠ উইকেট। উনিশতম ওভারের প্রথম বলে রান পাননি নিগার। ফাহিমা অবশ্য প্রথম বলেই বাউন্ডারি পান। ওই ওভারে আসে ৯ রান। শেষ ওভারের ৫ম বলে ফিরে যান নিগার, ১৮ বলে করতে পারেন ১৮ রান। ৭ উইকেটে ১১৯ রানে থেমে যায় বাংলাদেশ।
খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে। যদিও এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে টুর্নামেন্ট চলে যায় আরব আমিরাতে। আর তাই আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশের নাম।
এই ম্যাচে বাংলাদেশই ফ্যাবারিট ছিল। এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪ ম্যাচের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে আজ শততম ম্যাচ খেলছেন অধিনায়ক নিগার সুলতানা। ওদিকে বা হাতি স্পিনার নাহিদা আক্তার আর একটি উইকেট পেলেই টি টোয়েন্টিতে শততম উইকেট নেয়ার গৌরব অর্জন করবেন।
বাংলাদেশ খেলছে বি গ্রুপে। আজকের এই দুল দল ছাড়াও বি গ্রুপে আরো আছে দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েষ্ট ইন্ডিজ। এ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমি ফাইনালে। ২০ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশ একাদশ: সাথী রানী, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা, তাজ নেহার, স্বর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ: সাস্কিয়া হর্লি, সারা ব্রেস, ক্যাথিরিন ব্রেস, আইলসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ, লর্না জ্যাক এবং অলিভিয়া বেল।