০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার



দেশে স্বর্ণের ভরি এখন ১ লাখ ৪০ হাজার টাকা

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম
দেশে স্বর্ণের ভরি এখন ১ লাখ ৪০ হাজার টাকা


বাংলাদেশের বাজারে বর্তমানে হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। এটি দেশের ইতিহাসে এ পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম, অর্থাৎ এটি স্বর্ণের দামের রেকর্ড। শনিবার (১৯ অক্টোবর) রাতে স্বর্ণের বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা রোববার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়। 

এ দফায় ভালো মানের তথা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২৬১২ টাকা বাড়ানো হয়। এতে এই মানের হলমার্ক করা এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। 

দাম বাড়ার পর বাজারে হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৯৪ হাজার ১১৭ টাকায় মিলছে।

যদিও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি দাম ২১০০ টাকাই থাকছে।

এর আগে শনিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ৯২ হাজার ২৮৬ টাকা। 

তার মানে, গতকাল থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরির দাম ২৬১২ টাকা, ২১ ক্যারেটে ২৫০৭ টাকা, ১৮ ক্যারেটে ২১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১৮৩১ টাকা।



আরো পড়ুন