২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



ডাচ শিবিরে তাসকিন-শরিফুলের আঘাত

ক্রীড়া ডেস্ক || ২৮ অক্টোবর, ২০২৩, ০৮:৪০ এএম
ডাচ শিবিরে তাসকিন-শরিফুলের আঘাত


বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে ডাচ শিবিরে আঘাত হেনেছে টাইগাররা। মাত্র ২.২ ওভারেই ২ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ড। বাংলাদেশের দারুণ সুচনায় বিপদে আছে প্রতিপক্ষ। ৩ ওভার শেষে নেদারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। 

বল করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইকেট পান তাসকিন ও  তৃতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট তুলে নেন শরিফুল। এর আগে ব্যাটসম্যান ভিক্রম সিং  ৯ বলে তিন রান ও অপর ব্যাটার ও ডড আউট হয়েছেন কোনো রান না করেই।  

দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া নেদারল্যান্ডস দলীয় চাপ সামলে উয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যানের ব্যাটে  এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দৌদ, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), উয়েসলি বারেসি, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন