১৮ মে ২০২৪, শনিবার



উড়ন্ত সূচনার পর ধাক্কা খেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
উড়ন্ত সূচনার পর ধাক্কা খেলো বাংলাদেশ


পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে সাকিব আল হাসানের দল। ব্যাট হাতে নেতৃত্ব দিতে থাকা নাঈমের পর শূন্য রানে ফিরলেন তাওহিদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান।  রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে অষ্টম ওভারে দলীয় সংগ্রহ পঞ্চাশ স্পর্শ করে বাংলাদেশ। 

পাওয়ার প্লে-টা ভালোই ছিল বাংলাদেশের। তবে দশম ওভারের শেষ বলে আউট হয়েছেন নাঈম।মুজিব উর রহমানের করা প্রথম পাওয়ার প্লে-র শেষ ডেলিভারিটি বুঝতে পারেননি নাঈম। গুড লেংথে পড়া তার বল এই ওপেনারের ব্যাট ফাঁকি দিয়ে সোজা আঘাত হানে স্ট্যাম্পে। ৩২ বলে ২৮ রান করেন তিনি। পরের ওভারে আউট হন তাওহীদ হৃদয়। গুলবাদিনের বলে ক্যাচ তুলে দেন তাওহিদ।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন