০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার



ঝাল বেড়েছে কাঁচামরিচের, সবজিতেও আগুন

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৪ অক্টোবর, ২০২৪, ০১:১০ পিএম
ঝাল বেড়েছে কাঁচামরিচের, সবজিতেও আগুন


দিনাজপুরের হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম। প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে সব চেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। গত সপ্তাহে সোমবার (৭ অক্টোবর)  কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর আজ (১৪ অক্টোবর) কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। এভাবে বেড়েছে কচু, ঢেঁড়শ, পটল,পুইশাক, লালশাকসহ সবধরনের সবজির দাম। 

ক্রেতারা বলেছেন, যেভাবে সবজির দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। তাই বেড়েছে দাম। 

সোমবার (১৪ অক্টোবর) হিলিবাজারে কথা কথা সবজি কিনতে আসা মো. রেজাউল করিমের সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে সবজির দাম বেড়েছে, তাতে বাজারে এসে বাজেট ফেল হয়ে যাচ্ছে। গেলো সোমবার পটলের কেজি ছিল ৪০ টাকা, কচুর কেজি ছিল ৪০ টাকা। আর আজ সোমবার সেই পটল ও কচুর কেজিতে ২০ টাকা বেড়ে কিনতে হচ্ছে ৬০ টাকায়। একইভাবে বেড়েছে ঢেঁড়শ, পুইশাকসহ অন্যান্য সবজির দামও।’

আরেক ক্রেতা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমিষ জাতীয় খাদ্যের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ। প্রতিদিনই বাড়ছে সবজির দাম। ঢেঁড়শ, পুইশাকের দামও বেড়েছে। আগে প্রতি কেজি ঢেঁড়শ ৪০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। পুইশাকের আঁটি ছিল ১০ টাকা । এখন বিক্রি হচ্ছে ২০ টাকা আঁটি দরে।’ 

হিলি বাজারে সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। তাই বেড়েছে সবজির দাম। এছাড়া দুর্গাপূজার কারণে টানা ৬ দিন হিলিবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় কাঁচামরিচের দাম বেড়েছে। দুর্গাপূজার আগে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে বাজারে ভারতীয় কাঁচামরিচ না থাকায় দেশি মরিচ ৩২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। বাজারে সরবরাহ বাড়লে আবারও কমে আসবে সবজির দাম।’ 




আরো পড়ুন