০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

বন্যা: টিএসসির ত্রাণ কার্যক্রমের পাশে ভিসতা

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ আগস্ট, ২০২৪, ১২:৩৮ পিএম
বন্যা: টিএসসির ত্রাণ কার্যক্রমের পাশে ভিসতা


বন্যায় ভাসছে দেশ। উপদ্রুত এলাকায় লাখো অসহায় মানুষ। কিন্তু তারা আর একা নন; গোটা দেশ দাঁড়িয়েছে তাদের পাশে। দেশাত্ববোধ আর মমত্ববোধে উদ্বুদ্ধ হয়ে হাজারো মানুষ অংশ নিচ্ছেন স্বেচ্ছা ত্রাণ কার্যক্রমে। এবার বন্যাদুর্গত ও ত্রাণ কার্যক্রমের পাশে দাঁড়ালো বাংলাদেশি অ্যারিস্টোক্রেটিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিসতা। 

দেশের ১২টি জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। উপদ্রুত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছেন সবাই। কেন্দ্রীয়ভাবে ছাত্রদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ। যেখানে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শত শত তরুণ-তরুণী। ওই ত্রাণ তৎপরতায় নিয়োজিতদের পাশে এসে দাঁড়ালো ভিসতা ইলেকট্রনিক্স। সোমবার (২৬ আগস্ট) দুপুরে সেই সব দেশপ্রেমীকের জন্য নিজেরা রান্না করে খাবার পাঠালেন ভিসতা কর্মীরা। 

জানা গেছে, নিজেরাই বাজার করে, নিজেরাই রান্না করে ছাত্র-ছাত্রীদের জন্য ভিসতার কাভার্ড ভ্যানে করে দুপুরে টিএসসিতে খাবার নিয়ে যান ভিসতা কর্মী ও কর্মকর্তারা। যেখানে ছিল ৬ শতাধিক প্যাকেট তেহারি, পানীয়, ওয়ান টাইম প্লেট ইত্যাদি। 

এর আগে ভিসতার উদ্যোক্তা, হেড অফিস ও কারখানার কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন বন্যার্তদের সাহায্যার্থে। 

এ কার্যক্রমের সমন্বয়ক ভিসতা’র নির্বাহী পরিচালক ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর রেজা জিহাদ বলেন, ‘অনেকেই তাদের সাধ্যমতো এগিয়ে এসেছেন। ভিসতা-ও তার সামর্থ্য অনুযায়ী দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে থাকতে চায়। সেই আকাঙ্ক্ষায় আজ দুপুরের নিজেরাই খাবার রান্না করে নিয়ে এসেছি আমাদের ভাই-বোনদের জন্য। এই খাবার তাদের কতখানি উপকারে আসবে সেটা বড় বিষয় নয়, আমরা আমাদের ভালোবাসা প্রদর্শন করতে পারলাম, সেটাই আমাদের আত্মতৃপ্তি।’

জিহাদ আরও জানান,  সে সময় খাবার বুঝে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রায়হান ফেরদৌস, হামজা  ও সেচ্ছাসেবীরা। 

দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে টিএসসি'তে অর্থ ও ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত মানুষকে সার্বিক সহায়তা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা। ত্রাণ সহায়তায় এগিয়ে আসছেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়ীমহলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।



আরো পড়ুন