২৯ জুন ২০২৪, শনিবার



বগুড়ায় ৩ ডাব ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদদাতা || ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম
বগুড়ায় ৩ ডাব ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা


ডাব কেনা-বেচার পরিস্থিতি দেখতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভাউচার না রাখা, অতিরিক্ত মূল্য নেয়ার দায়ে ৩ ডাব ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আভিযানিক দল। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

ইফতেখারুল আলম রিজভী বলেন, 'ডাব বেচাকেনার পরিস্থিতি দেখতে অভিযান চালানো হয়। এ সময় ৩ জন পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় সব ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়া, বেচা-কেনার ভাউচার সংরক্ষণ করা ও সঠিক তথ্য সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে।' 

দণ্ডিতদের মধ্যে গোদারপাড়ার আল আমিন ডাব ঘরের মো. শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ২ প্রতিষ্ঠান নামাজগড়ের দুই ভাই ডাব ঘর ও মেসার্স রূপম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

এই অভিযানে বগুড়া র‍্যাব-১২ ক্যাম্পের সদস্য ও জেলা কৃষি বিপনন কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন