২৬ জুন ২০২৪, বুধবার



চন্দ্রমুখী রূপে কঙ্গনা

বিনোদন ডেস্ক || ২২ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
চন্দ্রমুখী রূপে কঙ্গনা


বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ঘোষণা অনুযায়ী জুলাইয়ে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরের ১৯ তারিখ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। 

‘চন্দ্রমুখী ২’ হলো ‘চন্দ্রমুখী’ ছবির সিক্যুয়েল। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘চন্দ্রমুখী’। এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল রজনীকান্ত ও জ্যোতিকারাকে। পি বাসুর পরিচালনায় ‘চন্দ্রমুখী ২’ হতে চলেছে একটি হরর কমেডি সিনেমা। 

‘চন্দ্রমুখী ২’ ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রাঘব লরেন্সকে। এছাড়াও রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।

১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘চন্দ্রমুখী ২’। সিনেমাটি মুক্তি পাবে হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে। 

এ সিনেমা দিয়ে কঙ্গনা রানাওয়াতকে প্রথমবার দেখা যাবে হরর কমেডি গল্পে অভিনয় করতে। ইতোমধ্যেই সিনেমার প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। ভারতের বিভিন্ন শহরে প্রচারণায় যাচ্ছেন। প্রযোজনা সংস্থা লাইক্রা প্রোডাকশন সিনেমাটি প্রযোজনা করেছে। 

কঙ্গনা রানাওয়াতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থালাইভি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি তৈরি হয়েছিল জয়ললিতার বায়োপিক অবলম্বনে। শুধু ‘থালাইভি’ নয়, বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি অ্যাকশন থ্রিলার ছবি ‘ধাকড়’ও। 

এছাড়া চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের আরও একটি সিনেমা ‘এমার্জেন্সি’। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ‘এমার্জেন্সি’ সিনেমার পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন