২৬ জুন ২০২৪, বুধবার



ইংলিশ শিবিরে নবীর জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৩, ০৮:১০ পিএম
ইংলিশ শিবিরে নবীর জোড়া আঘাত


ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৫ ওভারে  সবকয়টি উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। ফলে আফগানদের দেওয়া ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ইংলিশরা। 

রান তাড়া করতে নেমে দলীয় ৩ রানের মাথায় জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংলিশরা। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। দেখে-শুনে খেলতে গিয়ে দলীয় ৬.৫ ওভারে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান জো রুট। ১৭ বলে ১১ রানের ইনিংস খেলেন তিনি।

রুট চলে যাওয়ার লাগাম ধরেন ওপেনিংয়ে নামা ডেভিড মালান। মোহাম্মদ নবীর বলে দলীয় ১২.৪ ওভারের ভুল করে বসেন তিনি। এলবিডব্লিউ ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন এই ব্যাটার। এ সময় তিনি করেন ৩৯ বলে ৩২ রান।

এরপর মাঠে নামেন অধিনায়ক জস বাটলার। তিনিও ক্রিজে টিকে থাকতে ব্যর্থ হয়েছেন। নাভিন উল হকের বলে আউট হয়েছেন ৯ রান করে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন