০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ২৬ জানুয়ারী, ২০২৩, ১২:০১ পিএম
ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা


‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ভিডিওবার্তার মাধ্যমে তিনি এই মেলার উদ্বোধন করেন। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছি। স্মার্ট নাগরিক গঠনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৮ কোটি। ইন্টারনেট ব্যবহার করছেন ১২ কোটির মতো। 

প্রধামন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল মেলা বিজ্ঞানচর্চায় সহযোগিতা করবে। মেলায় আগত অত্যাধুনিক উৎপাদন ও আবিস্কার দর্শনার্থীদের উপকৃত করবে। সবাই জানতে পারবেন উদ্ভাবনের আপডেট।’ 

শেখ হসিনা বলেন, ‘দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার মূল হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ।’ তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাটি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’ 



উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা শুধু বিজ্ঞান পড়বে না, দক্ষও হবে।  একইসঙ্গে মানবিক হবে। শিক্ষা হবে আনন্দময়।   যা শিখবো, তা প্রয়োগও করবে। শিখবে দক্ষ হতে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হবে। অসাম্প্রদায়িকতাও স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছি।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘শিক্ষার্থীরা যারা উপস্থিত রয়েছ, তোমাদের জন্য এই মেলা। তোমরাই জাতির ভবিষ্যৎ। ১৯৮৭ সালে পত্রিকা যখন আমরা করি, তখন থেকেই দেশের সব জায়গায় কম্পিউটার পৌঁছে যায়। এটা একটা অগ্রযাত্রার মহাসড়ক। এই মহাসড়কে আমরা এখন স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করছি।’ তিনি বলেন, ‘এখন আমরা ইচ্ছে করলে সবজিওয়ালাকেও মোবাইলের মাধ্যমে টাকা দিতে পারি। মোবাইলে পড়তে পারি, ব্যাংকিং করতে পারি। আমরা ক্ষমতায় আসার পর এখন আমরা সাবমেরিন ক্যাবলের যুগেও প্রবেশ করেছি। বিগত সরকার যা পারেনি। ভারত, পাকিস্তানের আগে আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছি।’  

ঢাকা বিজনেস/এইচ/এনই/



আরো পড়ুন