২৬ জুন ২০২৪, বুধবার



কাল এশিয়া কাপ ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || ২২ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম
কাল এশিয়া কাপ ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান


ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে ভিন্ন এক উত্তেজনা। ইমার্জিং এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেটের দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (২৩ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল গ্রুপ পর্বের পর এবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে। 

প্রথম সেমিফাইনালে শুক্রবার (২১ জুলাই) পাকিস্তান ৬০ রানে হারায় স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩২২ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। জবাবে ৪৫.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় লঙ্কানরা।

অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের দারুণ সুযোগ ছিল ফাইনালে খেলার। ভারতকে ৪৯.১ ওভারে মাত্র ২১১ রানেই গুটিয়ে দিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৩৪.২ ওভারে বাংলাদেশ অলআউট হয়েছে ১৬০ রানে। হেরেছে ৫১ রানে।

অথচ বোলিংয়ে একটা সময় ১৩৭ রানে ভারত হারিয়েছিল ৭ উইকেট। সেখান থেকে অধিনায়ক ইয়াশ ধুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারতীয়রা। তারপরও বাংলাদেশের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না।

২১২ তাড়া করতে নেমে আবার ওপেনিং জুটিতে ৭০ তুলে দেন নাইম শেখ আর তানজিদ হাসান তামিম। সেই জায়গা থেকে ব্যাটিং ধস। দায়িত্বজ্ঞানহীন শট খেলে একের পর এক ব্যাটার ফিরে যান। ম্যাচটা তুলে দেন ভারতের হাতে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন