২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন ৭১০ কোটি

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ মে, ২০২৪, ০৯:৩৫ এএম
সূচকের উত্থানে লেনদেন ৭১০ কোটি


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে টাকার অংকে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট উত্থানের পর ২ হাজার ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, বিপরীতে ১৪০ কোম্পানির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



আরো পড়ুন