২৯ জুন ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

কেবিসিসিআইয়ের নতুন সভাপতি শাহাব উদ্দিন খান

স্টাফ রিপোর্টার || ২৯ মার্চ, ২০২৩, ১১:০৩ এএম
কেবিসিসিআইয়ের নতুন সভাপতি শাহাব উদ্দিন খান


কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিশান গ্রুপের চেয়ারম্যান শাহাব উদ্দিন খান। গণমাধ্যমকে দেওয়া কেবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কেবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে এ পদে নির্বাচিত করা হয় ও ১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়। পর্ষদ ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নতুন পরিচালনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে কেইপিজেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদাত, সহ-সভাপতি হিসেবে এলজি বাংলাদেশের এমডি কো ইয়ংগিল, মহাসচিব হিসেবে এমকেপি ডিজাইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিলিয়ন পার্ক, কোষাধ্যক্ষ হিসেবে উরি ব্যাংকের কান্ট্রি ম্যানেজার কিম ডং হিওন এবং উপদেষ্টা হিসেবে এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

পরিচালকরা হলেন-ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব, কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল, ইউ লি ক্যাপ লিমিটেডের এমডি ইয়ং ওহ ইউ, তানজিব অ্যাসোসিয়েটসের ব্যারিস্টার কেএম তানজিব উল আলম, ইনডেক্স অ্যাকসেসরিজের এমডি সি কে দে চয়ন, কোরিয়ান কমিউনিটির উপদেষ্টা এডওয়ার্ড কিম, ইঞ্জিনিয়ারিং রিসোর্সের এমডি শেখ আকবর হাকিম, ইনভেস্টর সার্ভিসেসের চেয়ারম্যান এজেডএম আজিজুর রহমান, এইচএনএস গ্রুপের এমডি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সাকুরা বিডি লিমিটেডের এমডি শামীম আহসান খান।

এজিএমে সভাপতিত্ব করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কোট্রা) ডিজি কিম ডং হিয়ন এবং কোরিয়ান দূতাবাসের প্রথম সেক্রেটারি জুংইউল লিসহ অন্যান্য সদস্য সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন