২৬ জুন ২০২৪, বুধবার



তাহিরপুরে ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ নৌকা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি || ২০ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
তাহিরপুরে ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ নৌকা আটক


সুনামগঞ্জের তাহিরপুরে ৫০ কেজি ওজনের ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ একটি নৌকা আটক করেছে বিজিবি। রোববার (২০ আগস্ট) ভোরে উপজেলার বীরেন্দ্র নগর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনিসহ নৌকাটি আটক করে।

বিজিবি জানায়, নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দলটি অভিযান পরিচালনা করে টাঙ্গুয়ার হাওর থেকে ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ নৌকাটি আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাটি ফেলে পালিয়ে যান। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রতিনিয়ত ভারতীয় চিনি, জিরা, শাড়ি, কসমেটিকস, মদ, ইয়াবা পাচার হচ্ছে।  

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বীরেন্দ্র নগর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলাম চিনিসহ নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোররাতে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ১৭০ বস্তা চিনি, একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে। আটক মালামালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

তানভীর/এইচ



আরো পড়ুন