২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

বিজেপি মনে করে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
বিজেপি মনে করে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী


'ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-ও বাংলাদেশ সংবিধান অনুযায়ী নির্বাচনের পক্ষে অভিমত দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিজেপে মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলেই সুষ্ঠু ও সুন্দর হবে। তারা মনে করে, শেখ হাসিনার নেতৃত্বে  রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়ে দেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে।’ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ধানমন্ডিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দিল্লি সফর বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের ৪ মাস আগে বিজেপি'র আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সফরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আন্তরিকতাপূর্ণ বৈঠকগুলোতে তারা প্রধানমন্ত্রীর সন্ত্রাসমুক্ত ভূ-খণ্ডনীতির ভূয়সী প্রশংসা করেছেন। বিএনপির আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশে পাচার হতে যাওয়া ১০ ট্রাক অস্ত্র, কক্সবাজারে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে;  সেই সময়গুলোর মতো অবস্থা এখন আর নেই।’

সম্প্রচারমন্ত্রী বলেন,‘আমরা তাদের জানয়েছি, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এর ফলেই প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ে। সব ধর্মের উৎসব সবার উৎসব হয়। পয়লা বৈশাখে সর্বজনীন উৎসব হয়।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘চাকরিজীবীরা পুরো এক মাসের বেতনের সমান উৎসব ভাতা পান। এ সব তথ্যে বিজেপির প্রতিনিধিরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতের গভীরতা অনুভব করেছেন।’ 

ঢাকা বিজনেস /এমএ/



আরো পড়ুন