২৬ জুন ২০২৪, বুধবার



হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || ১৮ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম
হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বেলা ১২ টারদিকে হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসা শুরু করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

সোহরাব হোসেন বলেন, ‘গতকাল রোববার বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সোমবার (১৮ মার্চ) থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।’

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/এনই/




আরো পড়ুন