২৯ জুন ২০২৪, শনিবার



রিশাদের ঝড়ো ব্যাটে সিরিজ জিতলো বাংলাদেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম
রিশাদের ঝড়ো ব্যাটে সিরিজ জিতলো বাংলাদেশ


তানজিদের পর রিশাদ ঝড়ে সিরিজ বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিথ লিয়ানাগের সেঞ্চুরিতে ভর কর লড়াইয়ের রসদ পেয়েছিল। তবে চট্টগ্রামের উইকেটে এই লক্ষ্য তাড়া করা টাইগারদের জন্য খুব বেশি কঠিন হতো না। কিন্তু দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় চৈত্রের গরম আর ফিল্ডিংয়ের সময় পাওয়া একের পর এক চোট। তবে সৌম্য সরকারের কনকাশন বদলি নেমে তানজিদ তামিমের দারুণ ইনিংস অনেকটাই কাজ করে দিয়েছিল। বাকিদের ব্যর্থতায় অনিশ্চয়তাও ছিল। শেষে মুশফিকুর রহিম ও রিশাদ হাসানের ব্যাটে কেটেছে সব শঙ্কা।

সোমবার (১৮ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা জানিথ লিয়ানাগের অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারের শেষ বলে ২৩৫ রানে অলআউট হয়ে যায়।

জবাবে কনকাশন বদলি হিসেবে নামা তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পর রিশাদ হোসেনের ঝড়ে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই সৌম্য সরকারের ইনজুরি ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। লিটন দাসের বদলে এই ম্যাচের একাদশে জায়গা পাওয়া এনামুল হক বিজয়ের সঙ্গে সৌম্য সরকারের কনকাশান বদলি হিসেবে তানজিদ তামিম ইনিংস শুরু করেন। তাদের উদ্বোধনী জুটি মাত্র ৭.৩ ওভারে ৫০ রান যোগ করে।



আরো পড়ুন