২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || ১০ মার্চ, ২০২৩, ১১:০৩ এএম
জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭


জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এঘটনায় অনেকেই আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

এর আগে স্থানীয় সময় বৃহ্স্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় এই হামলা হয়।

প্রতিবেদনে দেশটির মিডিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, গির্জায় বন্দুক হামলায় ৬ জন অথবা ৭ জন নিহত হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। 

বিবিসির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ। এর মধ্যে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করেও নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশের মুখপাত্র হোগলার ভেহরান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে গির্জায় হামলার খবর পেয়েই ছুটে আসি আমরা। ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া গেছে। ওই মরদেহ হামলাকারীর হতে পারে। পুরো ঘটনা নিয়ে বিস্তর তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।’ 

হামবুর্গের মেয়র পিটার চেনসচার শোক প্রকাশ করে টুইটে বলেন বলেন, ‘অপরাধীদের শনাক্ত করতে নিরাপত্তাবাহিনী কাজ করছে।’ 

তবে কী কারণে এই হামলা হয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন