২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ফের বাড়লো পেঁয়াজের ঝাঁজ, কেজিতে ৩০ টাকা

মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম || ০৩ মার্চ, ২০২৪, ০১:৩৩ পিএম
ফের বাড়লো পেঁয়াজের ঝাঁজ, কেজিতে ৩০ টাকা


পেঁয়াজের ঝাঁজে আবারো ঝাঁঝালো হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। এই বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। কয়েকদিন আগেও দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। অথচ রোববার (৩ মার্চ) ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, ভারতীয় পেঁয়াজের দাম ১১০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অসন্তোষ বেড়েছে ক্রেতাদের মধ্যে। 

চট্টগ্রাম নগরীর চকবাজারে পেঁয়াজ কিনিতে এসেছেন শামীম ওসমান। তিনি বলেন, ‘গত বুধবার এই বাজার থেকে পেঁয়াজ কিনেছিলাম ৯৫ টাকায়। আজ বাজারে এসে দেখি কেজি ১৪০ টাকা।’

খুচরা পেঁয়াজ বিক্রেতা সুবল দাস  বলেন, ‘পাইকারি বাজার খাতুনগঞ্জে দাম বেড়েছে কেনা দাম বেশি তাই খুচরা বাজারে দাম বেড়েছে পেঁয়াজের। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে প্রায় ২০/২৫টাকা বেড়েছে।’

চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদ উল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘পেঁয়াজের  সরবরাহ স্বাভাবিক নেই। আমদানিতে ঘাটতির কারণে দাম বেড়ে গেছে। যদি ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এসে  পৌঁছায় তাহলে দাম কমে যাবে।’ 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, রোজার আগেই ভারত থেকে দেড় লাখ মেট্রিক টন চিনি ও পেঁয়াজ আমদানি করা হবে। এরমধ্যে ৫০ হাজার টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনি। এরপর বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতিও দেয় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাসেও সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত।

/ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন